ধর্মীয় চেতনার বহু কথা

শ্রী শ্রী নৃসিংহ দেবতা : লেখক- অনিল মোহন কর

ঔষধ গেলার মতো এ রকম অভ্যাস যোগ যদি তিন চার বছর ক্রমাগত চালানো যায় আর যদি হাজার শক্ত শুকনা আলুনী লাগুক না কেন, তখন দেখা যাবে ধ্যান ভজন জিনিসটি কত মিষ্টি যেন অমৃতের মত বিশুদ্ধ যাহা অত্যন্ত আনন্দ-দায়ক, যেন ভারসিটির একটি চূড়ান্ত পাশ পরীক্ষায়।
এ সব পাশই সব টাকা রোজগারের জন্য মানযশ হবে, সুখে-বসবাস করা এ সব অনিশ্চিত আশায়, কিন্তু ভগবান লাভ এর চেয়ে ব্যাপারটি সোজা। ভগবানের জন্য ভাবনা ও ভয়-ধারণা বা দুুশ্চিন্তার কোন অবকাশ নেই এতে মনে রাখা উচিত, সাধনায় সিদ্ধি অনিবার্য্য এই পণ রাখা উচিত মনে। কারণ এখন অমূল্য ধনে-ধনী হওয়া যায় যা পৃথিবীর সমস্ত ধন সম্পদ সুখ বিলাসের দ্রব্যাবি তুচ্ছ করে মৃত্যুকে অতিক্রম করে অমৃতের যায় অধিকারী হওয়া।তাই অন্য সব কিছু তুচ্ছ ভেবে ঈশ্বরকে পেতে হলে অন্য সব তুচ্ছ ভেবে একটানা তিন চার বছর অবিরাম সাধন ভজন করতে হবে ও অমৃতের সন্ধান যাবে পাওয়া। তবে এ পথে কোন ফাঁকি দেবার চিন্তা থাকলে কিছু পাবার চিন্তা বৃথা তাই বলে পেতে হলে অমৃতের সন্ধান মনকে বশ করতে হবে হবে দৃঢ় প্রতিজ্ঞ।

Download the Book

পরবর্তী তালিকা :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।