কবিতায় ধর্মীয় বহু অন্তর্নিহিত তথ্য বিধৃত

লেখক- অনিল মোহন কর

কবিতায় ধর্মীয় বহু অন্তর্নিহিত তথ্য বিধৃত

ভবপাড় যাবার চিন্তা, রাখতে হবে মনে (১)

মন বলি কোথা যাবি গুরুর কৃপা না হলে পরে
কোথাও গিয়ে শান্তি পাবিনে রে মন।
একবার ভাব গুরুর কৃপা কেমনি পাবি ও মন রে
ভাব ভাব মন রে ভেবে স্থির কর মনটি।
ও কৃপা না হলে ভবে যাবি কেমনি সেই স্থানে
যে স্থানটি ইহলোক পরলোকের শান্তি।
ও মন রে, কি ভাবে কি করবি, স্থির করতে হবে
আগে, ভেবে চিন্তে যাহা করবে, করতে হবে ভবে।
ভবপারের চিন্তা কর আগে নইলে পস্তাবে মৃত্যুর পরে
তাই তো বলি মন, স্থির কর, স্থির কর ভবনদী হতে পার।

দক্ষিণেশ্বরের রসের রসিক (২)
শ্রী অনিল মোহন কর
ও রসের রসিক তুমি কৈ গেলা রে, আমি
হণ্য হয়ে খুঁজছি তোমায় ও রসিক রে।
দক্ষিণেশ্বর গিয়ে দেখি তুমি নেই সেখানে
দেখি তথায়, মা কালী দাঁড়িয়ে শিবের উপরে।
লোল জিহ্বা বের করে রূপের বাহার গায়ে রয়েছে
তুমি নেই সেথায়, মা আছেন আপন ধারাতে।
বেলুড় মঠে গিয়ে দেখি তুমি রয়েছ
সেথায়, অন্তর দিয়ে তোমায় জানে যারা,
তাঁদের দান করছ আশীষ, ও রসিক রে
এ তোমার লীলা খেলা, বুঝবে কে রে।

Download the Book

পরবর্তী তালিকা :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।