শ্ৰীশ্ৰী দশমহাবিদ্যার নামগুলি শুনে শিব শঙ্কর বললেন, “হে দেবী, হে জগদ্ধাত্রী তুমি যদি আমার প্রতি সুপ্ৰসন্না হও, তবে এদের নামের ব্যাখ্যা আমাকে বল।” দেবী একে একে নিজের স্বরূপ বর্ণনা করলেন। ১। তােমার সম্মুখে কৃষ্ণ বর্ণ ভীমলোচনা দেবী ইনি কালী। ২। উদ্ধে শ্যাম বৰ্ণা যিনি ইনি তারা মহাবিদ্যা । ৩। ঈশান কোণে যিনি অবস্থিতা তিনি মহেশ্বরী ষোড়শী।