সকলেই একে অন্যের জন্য কিছু করতে হবে
যবে আমি সে দিকে দেখি মোহপালে বন্ধ হয়ে ভুলে যদি,
আবার কালে দেখি, সে কিছু নয়।
আবার আমি ভেবে দেখি সব কিছু মরিচিকার সমতূল্য চরম ফল তব চরণে, পাব তার মোক্ষধন। শরণ করব সরল মনে হয়ে দাস তব চরণের কি কাজ মিছে অনুরোধে, যখন সে পায় বাদ সাদে। সংসার-সুখ-আশা-লাভ আজ সদা মগন, রতন হার যতন করে, আনন্দে করেছ ধারণ। সকল জীব কেমনে হবে জান না তাঁর সন্ধান উদার হস্ত বাড়াতে হবে, জীব সকল উদ্ধারিতে। অবুজ মানুষ কূল কি করলে উদ্ধার হবে সকলকে চিন্তা করতে হবে, উদ্ধারিতে মানুষ কুলকে। এ হল ধর্মে উদারতা আনতে হবে মনে সব লতা এ অনুরোধ অধমের, সকল ধর্মপ্রাণ ব্যক্তির চরণে।